বগুড়ার ধুনট উপজেলার ধামাচাপা গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ৩টি পরিবারের বসতঘর পুড়ে ছাই। এতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার জানিয়েছেন।
আজ মঙ্গলবার (০৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ১নং নিমগাছি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ধামাচাপা গ্রামে ৩টি পরিবার মৃত আজিজার মন্ডল এর ছেলে আবতাব হোসেন মন্ডল, মৃত সত্তকত মন্ডল এর ছেলে ফরহাদ মন্ডল ও আব্দুল হামিদ বাড়িতে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার অনুমান সাড়ে ৭টার দিকে আবতাব হোসেন মন্ডল, ফরহাদ মন্ডল ও আব্দুল হামিদ বাড়িতে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। আগুন লাগার সাথে সাথে পুড়ে ছাই হয়ে যায় ৩ ব্যক্তির বসতঘর। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে বাড়িতে থাকা লোকজন কোন রকমে বের হতে পারলেও কোন মালামাল বের করতে পারেনি।
ধুনট ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোঃ শামসুল আলম আলোকিত বগুড়া’কে বলেন, অগ্নিকান্ডের খবর শোনা মাত্রই ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে। এই অগ্নিকান্ডের ঘটনায় ১০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন জানিয়েছেন।
Posted ৬:০৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ জুন ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD