শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বগুড়ার আদমদীঘিতে কেজি দরে বিক্রি হচ্ছে লেবু

মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০২২
248 বার পঠিত
বগুড়ার আদমদীঘিতে কেজি দরে বিক্রি হচ্ছে লেবু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির বিভিন্ন হাট বাজারে কেজি দরে বিক্রি হচ্ছে লেবু। উর্দ্ধমূল্যের বাজারে পটল, আলু, বেগুন, শাক সবজিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম যখন আকাশ চুম্বি তখন অবিস্বাস্য হলেও সত্য এক কেজি ওজনে প্রায় ২০ থেকে ২২টি লেবু পাওয়া যায়। এতে একটি লেবুর মূল্য পড়ছে ৫০ পয়সা।

আদমদীঘি উপজেলার বিভিন্ন হাট বাজারে পটল, আলু, বেগুন, মুলা, শাকসবজি ডাল মাছ মাংসসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রর দাম দিন দিন বেড়েই চলেছে। উর্দ্ধমূল্যের কারনে বাজার করতে এসে ক্রেতাদের নাভিস্বাস অবস্থার সৃষ্টি হচ্ছে। তারা নির্দ্দিষ্ট টাকায় প্রয়োজনীয় বাজার করতে হিমশিম খাচ্ছে। কিছু দিন যাবত কৃষকের উৎপাদিত কাঁচা মরিচ ২০০ টাকা কেজির স্থলে ২০টাকা কেজিতে নেমে আসে। এখন লেবুর বাজারেও দরপতন হয়েছে। অতীব সস্তায় মিলছে ভিটামিন সি জাতীয় সবজি লেবু। দেড় মাস পূর্বে ৫টাকায় একটি লেবু কিনতে হয়েছে ক্রেতাদের। অথচ সেই লেবু গত কয়েক দিনে বগুড়ার আদমদীঘি সদর ও সান্তাহার হাটবাজারে বিক্রি হচ্ছে মাত্র ১০টাকা কেজিতে। প্রতি কেজি লেবুর ওজনে প্রায় ২০থেকে ২২টি লেবু পাওয়া যায়। সেই হিসাবে প্রতিটি লেবুর দাম পড়ছে মাত্র ৫০পয়সা। দেশে এখন লেবুর চাইতে সস্তা অন্য কোন সবজি কিংবা অন্য দ্রব্য নেই বলে ক্রেতা আরিফ হোসেন, মিজানুর রহমান জানান।


লেবু বিক্রেতা আলাউদ্দিন জানান, নাটোর রাজশাহিসহ বিভিন্ন এলাকায় লেবুর উৎপাদন বৃদ্ধি পাওয়ায় লেবুর বাজারে ধস নেমেছে। পাইকাররা মোকামে আনুমানিক ৫০কেজি ওজনের এক বস্তা লেবু ১৫০টাকায় কিনে হাটবাজারে বিক্রি করেন কেজি দরে।

আদমদীঘি উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: ফজলে রাব্বি আলোকিত বগুড়া’কে জানান, লেবু রোগ প্রতিরোধ ক্ষমতা বাাড়ায় ও শরীরের দুর্বলতা কমায়। একটি লেবুতে প্রায় ২০ মি.লি. গ্রাম ভিটামিন সি থাকে, যা একজন মানুষের দৈনিক ভিটামিন সি-এর চাহিদার ২০ শতাংশ পুরন করে।


Facebook Comments Box


Posted ১০:৪২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০২২

Alokito Bogura || Online Newspaper |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

উপদেষ্টা:
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক:
এম.টি.আই স্বপন মাহমুদ
বার্তা সম্পাদক: এম.এ রাশেদ
সহ-বার্তা সম্পাদক: মোঃ সাজু মিয়া

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন যোগাযোগ:
+৮৮০ ৯৬ ৯৬ ৯১ ১৮ ৪৫
হোয়াটসঅ্যাপ ➤০১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!