প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮ সেপ্টেম্বর বুধবার সকালে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে সোনাতলা পৌর ভূমি অফিস উদ্বোধন করেছে। প্রধানমন্ত্রী একই দিনে গণভবন থেকে ভূমি ভবন, ১২৯টি উপজেলা ও ৯৯৫টি ইউনিয়ন ভূমি অফিস, অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ কার্যক্রম এবং ভূমি ডাটা ব্যাংকের উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সোনাতলা পৌর ভূমি অফিসের ফলক উন্মোচন করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রাশেদ ইমরান, ইউনিয়ন ভূমি উপ-সহকারী অফিসার সুলতান মাহমুদ, সোনাতলা প্রেসক্লাবের সভাপতি নিপুন আনোয়ার কাজল ও সাবেক সভাপতি মোশাররফ হোসেন। পরে দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার পৌর ভূমি অফিসের উদ্বোধনী এ দিনটিতে ভূমি অফিস চত্বরে কয়েকটি বকুল ফুলের চারা রোপণ করেন।
Posted ৮:৫৭ অপরাহ্ণ | বুধবার, ০৮ সেপ্টেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD