বগুড়ার সোনাতলায় লকডাউনের দ্বিতীয় দিনে উপজেলার সৈয়দ আহম্মেদ কলেজ ( বটতলা) ৪ মাথায় দুটি হোটেলে ৫’শ টাকা করে ১ হাজার টাকা জরিমানা করেছেন। আজ মঙ্গলবার বিকেলে লকডাউন অপেক্ষা করে মাস্ক পরিধান ছাড়া হোটেলে বসিয়ে খাবার পরিবেশন করায় করোনা মহামারী আইনের ধারা অনুযায়ী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাবেরী জালাল ৫’শ টাকা করে ১ হাজার টাকা জরিমানা করেন দুই হোটেল মালিক বক্কর ও মুক্তারকে।
সারা দেশের ন্যায় বগুড়ার সোনাতলায় ৭দিনের লক ডাউনের দ্বিতীয় দিনের সকাল বেলা রাস্তাঘাটের চেহারা প্রথম দিনের তুলনায় কিছুটা হলেও ভালো। মঙ্গলবার সকাল বেলা পৌর এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ বড় বাজার, মাদ্রাসা মোড় ও রেলগেট চিত্রটা কিছুটা হলেও তুলনামূলক ভাবে প্রথম দিনের চাইতে ভালো। সোমবার লকডাউনের প্রথম দিন শহরের বিভিন্ন এলাকায় যেমন দেখা গেছে বহু মানুষ বাইরে বেরিয়েছেন কোনও কাজ ছাড়াই। রাস্তাঘাটে যানবাহনের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। পরিস্থিতি সামলাতে নাজেহাল হতে হয়েছিল পুলিশ প্রশাসনকে।
এলাকায় এলাকায় মাইকে করোনা ভাইরাস সংক্রান্ত সরকারি নির্দেশ ঘোষণা করা সত্বেও অনেকেই মানতে চাইনি কেউ। তাই বিকালের দিকে পুলিশ প্রশাসন আবারও ঘুরে ঘুরে জনগণকে সচেতনতা ও দোকান পাট বন্ধ করতে তৎপরতা ছিল।
সেই তুলনা মঙ্গলবারের চিত্রটা কিছুটা হলেও ভালো। শহরের একাধিক জায়গায় পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। প্রতিটি অটো গাড়ি বাইক স্কুটারের পাশাপাশি পথচলতি মানুষদেরও প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। পরিচয় পত্র, কিসের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছেন সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চাওয়া হচ্ছে। সরকারের এত প্রচার চলছে সর্বক্ষণ, প্রধানমন্ত্রী বারবার ঘোষনা করছেন বাড়ি থেকে না বের হওয়া জন্য। তারপরও পরিস্থিতি বুঝতে পারছেন না জনসাধারণ।
এ বিষয়ে সোনাতলা থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা আলোকিত বগুড়া’র প্রতিবেদককে জানান, লকডাউনের দ্বিতীয় দিনের সকাল বেলা পৌর এলার অন্যতম গুরুত্বপূর্ণ বড় বাজার, মাদ্রাসা মোড় ও রেলগেট চিত্রসহ উপজেলার বিভিন্ন বাজার এলাকা ঘুরে দেখাগেছে প্রথম দিনের চাইতে অনেক ভালো। তবে বিকালে সৈয়দ আহম্মেদ কলেজ বটতলা ৪মাথা মোড়ে দুইটি হোটেলে জরিমানা করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। তাছাড়া কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনী।
Posted ৯:০৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ এপ্রিল ২০২১
Alokito Bogura। সত্য প্রকাশই আমাদের অঙ্গীকার | MTI SHOPON MAHMUD