পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে কৃষি সমৃদ্ধি রবি ২০২২-২৩ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
আজ বুধবার সকাল ১১টায় উপজেলা ও কৃষি সম্প্রসারণ বাস্তবায়নে উপজেলা পরিষদ মিলনায়তনে নিবার্হী কর্মকর্তা বরমান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট-০১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সামছুল আলম। বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল ও রাজিনারা টুনি, উপজেলা আ.লীগ সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব প্রমুখ।
উল্লেখ্য, কৃষিবিদ মোঃ লুৎফর রহমান বক্তব্যে বলেন উপজেলাতে ০৮ টি ইউনিয়নে প্রায় ছয় হাজার প্রান্তিক কৃষকদের পাঁচ পদের বীজসহ রাসায়নিক সার দেওয়া হয়েছে।
Posted ৮:৩৮ অপরাহ্ণ | বুধবার, ১৬ নভেম্বর ২০২২
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD