বগুড়ার সারিয়াকান্দিতে খাল এবং জলাশয় পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। জোড়গাছা মরা বাঙ্গালী নদী’র সোয়া ৫’কিঃমিঃ খাল খনন করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৪’কোটি টাকা। কাজটি বাস্তবায়ন করবে পানি উন্নয়ন বোর্ড বগুড়া।
আজ ৪’নভেম্বর রোজ শুক্রবার বিকেলে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের জোড়গাছা খাল খনন কাজের শুভ উদ্বোধন উপলক্ষে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম। সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য জনাব সাহাদারা মান্নান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংসদ পুত্র বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মেদ
সাখাওয়াত হোসেন সজল।
এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মমতাজুর রহমান মন্ডল, ভেলাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনামুল করিম পুটু, উপজেলা কৃষক লীগের সভাপতি সাইফুল ইসলাম দুখু, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম ও স্থানীয় বাসিন্দা মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ। এ-সময় পানি উন্নয়ন বোর্ডের (এসডিই) আব্দুর রহমান তাসকিয়া, (এসও) আহসান হাবিব সহ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Posted ১১:৪১ অপরাহ্ণ | শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD