বগুড়ার সোনাতলায় পার্সন প্রগ্রেস এসোসিয়েশন’র উদ্যোগে উপজেলার মধুপুর ইউনিয়নের চরমধুপুর গ্রামের ১৮টি দরিদ্র পরিবারের বসতবাড়িতে ১৮ টি সেমিপাকা টয়লেট নির্মাণের জন্য প্রয়োজনীয় সকল উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে সোনাতলা উপজেলা পরিষদ চত্বরে সুবিধাভোগীদের মাঝে উপকরণগুলো তুলে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ পপি খাতুন।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে প্রদত্ব সেমিপাকা টয়লেটের উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসী রুম্পা, উপজেলা সমাজসেবা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) নাঈম হোসেন, মধুপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, বিশিষ্ট সমাজসেবক শাহজাহান আলী খন্দকার, এ্যাসপা’র সভাপতি মাও. আব্দুল হালিম, নির্বাহী পরিচালক রেজাউল করিম,আরডিএফ সারিয়াকান্দির নির্বাহী পরিচালক শফিউল ইসলাম সাফি, এ্যসপা’র সদস্য কাজী আজাহার আলী প্রমূখ।
Posted ১০:২৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ আগস্ট ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD