“পদ্মা সেতুর উদ্বোধন দেশবাসীর স্বপ্নপূরণ” এই প্রতিপাদ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে কুড়িগ্রাম জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
এ উপলক্ষে শনিবার সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বিশাল বর্নাঢ্য আনন্দ র্যালি বের হয়ে শাপলা চত্ত্বর হয়ে শহর প্রদক্ষিণ শেষে কুড়িগ্রাম পৌর টাউন হল অডিটোরিয়ামে এক আড়ম্বরপূর্ণ পরিবেশে কেন্দ্রীয় পর্যায়ে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়।
কেন্দ্রীয় পর্যায়ে উদ্বোধন শেষে সেখানে বেলুন উড়িয়ে জেলা পর্যায়েও পদ্মা সেতুর শুভ উদ্বোধন অনুষ্ঠান উদযাপন করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলী, কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহম্মেদ মঞ্জু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিনহাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সরকারী দপ্তরের প্রতিনিধিবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
Posted ৮:০০ অপরাহ্ণ | শনিবার, ২৫ জুন ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD