বগুড়ার সোনাতলায় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ পপি খাতুন এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর এহিয়া কামাল উপস্থিত ছিলেন। আজ বেলা ১১টা থেকে শুরু হওয়া এ অভিযান চলে বিকাল ২টা পর্যন্ত। অভিযানে অনিয়মের মাধ্যমে পরিচালিত ৫টি ক্লিনিকের পরিচালককে ৬৫হাজার টাকা জরিমানা ও ২টি অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে।
সোনাতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এহিয়া কামাল জানান, স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। এই উপজেলায় সকল অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছ, পর্যায়ক্রমে সবগুলিতেই এই অভিযান পরিচালিত হবে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছাঃ পপি খাতুন বলেন, অভিযান পরিচালনার সময় যে সব প্রতিষ্ঠানের কাগজপত্র নেই, নিবন্ধন নেই সেগুলিতে সিলগালা করে দিয়েছি। মোট ১২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
Posted ৮:০৯ অপরাহ্ণ | সোমবার, ৩০ মে ২০২২
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD