বগুড়ার সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ এপ্রিল মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম মুন্টু মন্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিম,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এ্যাডভোকেট মন্তেজার রহমান মুন্টু,অধ্যক্ষ ছাদত হোসেন, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ারুত তারিক মোহাম্মদ প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ মতিউর রহমান মতি। আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার মাহফিলে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নবনির্বাচিত চেয়ারম্যান বৃন্দ, সুধী জন, উপজেলা,ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ২:৫৮ অপরাহ্ণ | বুধবার, ২৭ এপ্রিল ২০২২
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD