বগুড়ার আদমদীঘিতে মাদক সেবনের দায়ে তিন মাদক সেবীকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১শ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। আজ বৃহস্পতিবার ২৪ ফেব্রুয়ারী দুপুরে আদমদীঘি ও সান্তাহারের বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মাহবুবা হক এই রায় দেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর আদমদীঘির সান্তাহার সার্কেলের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দীন জানান, আজ বৃহস্পতিবার দুপুরে আদমদীঘি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহবুবা হকের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয়েছে।
অভিযানে মাদক সেবনের অপরাধে তিন জনকে আটক করার পর ভ্রাম্যমান আদালত আদমদীঘি উপজেলার কলসা রথবাড়ী এলাকার আইয়ুন আলীর ছেলে ময়েন উদ্দীন (৪০), নামা-পোওতা গ্রামের চান্দু প্রামানিকে ছেলে সাজ্জাদ হোসেন (৪৫) ও সান্তাহার শাহপাড়ার সাইফুল ইসলামের ছেলে হেলাল হোসেন (৪৯) প্রত্যেককে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড ও ১০০টাকা করে জরিমানা করেন।
Posted ৯:৫৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD