বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের পাইকরতলী গ্রামে মারপিটের ঘটনায় মহিলাসহ ৪ জন আহত হয়েছেন। গত সোমবার সকাল ১১টার দিকে জমি-জমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানিয়েছেন, পাইকরতলী গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত মানাস নদীর ধারে ৩০ শতাংশের এক খন্ড জমিতে মিজানুর, খুকি, বেগুনি ও মোহাম্মদ আলী গোল আলু তুলতে যায়। এ সময় প্রতিপক্ষের লোকেরা লাঠি-শোঠা ও ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর চড়াও হয়।
এতে ঘনটাস্থলেই ধারালো অস্ত্র ও লাঠি-শোঠার আঘাতে মিজানুর রহমান (৩২), খুকি বেওয়া (৬৫), বেগুনী (৫৫) ও মোহাম্মদ আলী (৫২) গুরুত্বর আহত হন। তাদেরকে প্রথমে সারিয়াকান্দি হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া মোহাম্মাদী হাসপাতালে ভর্তি করা হয়।
জমির মালিক সাইফুল ইসলাম মহরী জানিয়েছেন, মঙ্গলবার পর্যন্ত কোন অভিযোগ দায়ের করা হয়নি।
Posted ৮:১৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD