পঞ্চম ধাপে বগুড়ার আদমদীঘির ছয়টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ৫জানুয়ারি অনুষ্ঠিত হবে। সান্তাহার ইউনিয়নে নৌকার মনোনীত প্রার্থী নাহিদ সুলতানা তৃপ্তির জয় নিশ্চিত করতে তার নেতা মর্কী ও সমর্থকদের নিয়ে ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছেন তিনি। উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে সান্তাহার ইউনিয়নে ইভিএম-এর মাধ্যমে ভোট গ্রহন করা হবে।
এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী লড়ছেন। এর মধ্যে নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাহিদ সুলতানা তৃপ্তি চেয়ারম্যান পদে এই উপজেলার তিনিই একমাত্র নারী প্রার্থী। অন্যান্য প্রার্থীদের প্রচার প্রচারণা অব্যাহত থাকলেও নাহিদ সুলতানা তৃপ্তি জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাদের কাছে প্রচার প্রচারে তিনি বাড়তি গুরুত্ব পাচ্ছেন। প্রতিদিন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার নির্বাচনী এলাকার বিভিন্ন ওয়ার্ডে তার সাথে প্রচারণায় অংশ নিচ্ছেন। সোমবার সকালে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রাগেবুল আহসান রিপুকে তার পক্ষে প্রচারণায় অংশ নিতে দেখা গেছে।
এই ইউনিয়নে নৌকার নাহিদ সুলতানা তৃপ্তি ছাড়াও চেয়ারম্যান পদে আরও চারজন প্রার্থী রয়েছেন। তারা হলেন- সান্তাহার ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি (বহিষ্কৃত) রবিউল ইসলাম রবি, বিএনপি নেতা মোজাহার হোসেন পিন্টু, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুস সালাম ও জাতীয় পার্টির প্রার্থী মুক্তার হোসেন মল্লিক।
নাহিদ সুলতানা তৃপ্তি বলেন, নারীদের সন্মান জননেত্রী শেখ হাসিনার কাছে রয়েছে। নেত্রী যেহেতু আমার ওপর আস্থা রেখে নির্বাচন করার সুযোগ দিয়েছেন, তাই আমি জনগণের বিপুল ভোটে জয়ী হয়ে আমার নেত্রী এবং দলের আস্থা ধরে রাখতে চাই। আমি নারী হিসেবে ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি। নির্বাচনে জয়ী হলে সরকারের সকল সুবিধা এ ইউনিয়ন বাসীকে দেওয়া হবে।
উল্লেখ্য, উপজেলার ৬টি ইউপির মধ্যে শুধু সান্তাহার ইউনিয়নের ইভিএম-এর মাধ্যমে ও বাকী ৫ ইউনিয়নে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন করা হবে। এই ইউপিতে মোট ভোটার ২১ হাজার ৫৯৫ জন। নারী ভোটার ১০ হাজার ৭৪৮ জন ও পুরুষ ভোটার ১০ হাজার ৮৪৭ জন। নারী-পুরুষ ভোটারের সংখ্যা প্রায় সমান।
Posted ৮:১৫ অপরাহ্ণ | সোমবার, ০৩ জানুয়ারি ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD