বগুড়ার আদমদীঘিতে ফার্নিচারের দোকানে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ১২ লাখ টাকা মূল্যের কাঠের আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে। গত ২১ ডিসেম্বর মঙ্গলবার রাত সাড়ে ১২টায় আদমদীঘি সদরের কদমা বাজারে রোকেয়া ফার্নিচার দোকানে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
আদমদীঘির কদমা বাজারের রোকেয়া ফার্নিচার দোকানের মালিক করজবাড়ির কোরবান আলী জানান, তিনি দীর্ঘদিন যাবত কদমা বাজারে টিনের বেড়া ও ছাউনি দিয়ে কাঠের আসবাবপত্র তৈরীর কাজ করছিলেন। তার দোকানে বিভিন্ন এলাকার শতশত গ্রাহক কাঠের সামগ্রী তৈরী করে নেন। গত মঙ্গলবার সারাদিন কাজ শেষে সন্ধ্যার পর দোকান ঘর বন্ধ করে শ্রমিকসহ তিনি বাসায় যান। রাত সাড়ে ১২টায় ওই ফার্নিচারের দোকানে কেবা কারা আগুন লাগিয়ে দেয়।
রাতে জানতে পেরে স্থানীয় বাসিন্দা নিয়ে আগুন নেভালোর চেষ্টা করে। ততক্ষনে দোকান ঘরে রাখা প্রায় ১২ লাখ টাকা মূল্যের কাঠের তৈরী খাট, আলমারী, সোফাসেট, ড্রেসিং টেবিল, ওয়্যারড্রপ ও আসবাবপত্র তৈরীর কাঠ দোকান ঘরসহ পুড়ে ছাই হয়ে যায়।
আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে ।
Posted ৩:৩৫ অপরাহ্ণ | বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD