বগুড়ার সোনাতলায় শত্রুতা করে রাতের আধারে দুই কৃষকের মরিচের গাছ উপরে ফেলে ব্যাপক ক্ষতিসাধনের অভিযোগ উঠেছে। উপজেলার মধুপুর ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে ৫ ডিসেম্বর রবিবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ক্ষতিগ্রস্থ কৃষক ছলেমান ও কোরবান জানান, প্রায় ৩০ বছর পূর্বে ফুলবাড়িয়া মৌজার ৫৩৪ নং দাগে ১১ শতাংশ জমি কবলামূলে ক্রয় করে চাষাবাদ করে আসছে। বর্তমানে তারা ওই জমিতে মরিচ চাষ করেছে। সেই মরিচ গাছ রাতের আধারে শত্রুতা করে উপরে ফেলেছে। এতে ওই দুই কৃষকের অনেক টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্থ কৃষকরা আরও জানান, দীর্ঘদিন পর একই গ্রাগের অপর একটি পক্ষ ওই জমির মালিকানা দাবী করে দখলে নেয়ার চেষ্টা করছে। এর আগেও অপর পক্ষের লোকজন ওই জমিতে রোপন করা বেগুনের গাছ উপরে ফেলে ক্ষতিসাধন করেছিল। সেই ঘটনায় ছলেমান বাদী হয়ে আব্দুল জলিল,তার ছেলে জিলুর,ফেরাজুল ইসলাম ও জিহাদ হোসেনকে অভিযুক্ত করে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত মরিচ গাছ উপরে ফেলার বিষয়ে থানায় অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছিল।
Posted ৮:৪২ অপরাহ্ণ | সোমবার, ০৬ ডিসেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD