মঙ্গলবার ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

শিবগঞ্জে কৃষকের জমির ধান উপরে ফেলায় ৪০হাজার টাকা ক্ষতি সাধন; থানায় অভিযোগ

সাজু মিয়া, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি   বুধবার, ০৩ আগস্ট ২০২২
179 বার পঠিত
শিবগঞ্জে কৃষকের জমির ধান উপরে ফেলায় ৪০হাজার টাকা ক্ষতি সাধন; থানায় অভিযোগ

বগুড়ার শিবগঞ্জে কৃষকের ধান উপরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বালুকচড়া গ্রামে গত ১ অক্টোবর রাতে। কৃষক মোকলেছার রহমান এ ঘটনায় ৬জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।

অভিযুক্তরা হলেন, মৃত: ইদু শেখ এর মেয়ে মোবেদা বেগম (৪০), তার ভাই বেলাল (৫৫), এই গ্রামের হাবেজ প্রাং এর ছেলে লবির উদ্দিন (৪৫), তার ছেলে আমিরুল ইসলাম(২০) সমসের আলীর ছেলে মামুন ফকির (৬০)ও মৃত: জমসেদ আলীর ছেলে আব্দুল হামিদ (৪৫)।


অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের মৃত: কিনা সরকার এর ছেলে কৃষক মোকলেছার রহমান (৬০) এর সহিত একই গ্রামের মৃত: ইদু শেখ এর পুত্র বেলাল ও তার বোন মোবেদা এর সঙ্গে কাটলাল মৌজার ১৪১ নং জেএল, এমআরআর খংনং- ২১ এর ৫৬ নং দাগের জমি নিয়ে বিরোধ চলে আসছে। গত ১ অক্টোবর রাতে বিবাদীগণ পূর্ব শত্রুতার জের ধরে ৬/৮ জন দলবদ্ধ হয়ে আমন ধানের চারা উপরে ফেলে বিনষ্ট করে। এসময় কৃষক তাদের বাঁধা দিলে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে ওই কৃষককে হত্যার উদ্দেশ্যে তেড়ে আসলে কৃষক প্রাণ ভয়ে দৌড়াইয়া ঘটনাস্থল ত্যাগ করে।

এ ব্যাপারে কৃষক মোকলেছার রহমান আলোকিত বগুড়া’কে বলেন, আমি পৈত্রিক সূত্রে দীর্ঘদিন যাবৎ শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল আসছি। কিন্তু একই গ্রামের মৃত: ইদু শেখ এর মেয়ে মোবেদা বেগম (৪০), তার ভাই বেলাল (৫৫)গং আমার জমি বেদখল করার চেষ্টা করে। বিষয়টি নিয়ে বিবাদীগণের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে প্রতিপক্ষরা আমার রোপনকৃত আমন ধানের চারা উপরে ফেলে নষ্ট করে ৪০ হাজার ক্ষতি সাধন করে।


বিষয়টি নিয়ে প্রতিপক্ষ বেলাল গংদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ ঘটনায় থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস আলোকিত বগুড়া’কে বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


Facebook Comments Box

Posted ৬:৪৮ অপরাহ্ণ | বুধবার, ০৩ আগস্ট ২০২২

Alokito Bogura || Online Newspaper |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

উপদেষ্টা:
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক:
এম.টি.আই স্বপন মাহমুদ
বার্তা সম্পাদক: এম.এ রাশেদ
সহ-বার্তা সম্পাদক: মোঃ সাজু মিয়া

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন যোগাযোগ:
+৮৮০ ৯৬ ৯৬ ৯১ ১৮ ৪৫
হোয়াটসঅ্যাপ ➤০১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!