শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

মহাস্থানে গ্রাহকের সাড়ে ৩কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা সেঞ্চুরী সমিতি

আলোকিত বগুড়া   বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২
254 বার পঠিত
মহাস্থানে গ্রাহকের সাড়ে ৩কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা সেঞ্চুরী সমিতি

গোলাম রব্বানী শিপন, মহাস্থান (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার মহাস্থানে দৈনিক সেঞ্চুরী সঞ্চয় সমিতির নামে প্রায় ৪ শতাধিক ব্যবসায়ী গ্রাহকের গচ্ছিত সাড়ে ৩ কোটি টাকা হাতিয়ে নিয়ে প্রতিষ্ঠানের এনামুল হক পরিচালক লাপাত্তার ঘটনা ঘটেছে। এদিকে খেয়ে না খেয়ে গচ্ছিত রাখা সঞ্চয় না পেয়ে একাধিক ব্যবসায়ী পথে বসেছেন বলে সচেতন এলাকাবাসী জানিয়েছেন।

সরেজমিনে গিয়ে ভুক্তভোগী গ্রাহকদের সাথে কথা বলে জানা যায়, মহাস্থান বন্দর ও বাজারে প্রায় ৮ বছর ধরে দৈনিক সেঞ্চুরী সঞ্চয় সমিতির সাথে তারা লেনদেন করেন। এখানকার প্রায় ৪শতাধিক ব্যবসায়ীরা দিন শেষে মুনাফা হিসেবে সমিতির পরিচালক রায়নগর ইউনিয়নের হাতিবান্দা নাগরকান্দি গ্রামের মৃত রেজাউল করিমের পুত্র এনামুল হক এর কাছে সঞ্চয় রাখেন। সমিতির নিয়ম জানুয়ারির প্রথম বছর থেকে দৈনিক সঞ্চয় হিসাবে ১০০ টাকা থেকে ২০০০ টাকা পর্যন্ত জমা করে ১ বছর পূর্ণ হলে ডিসেম্বরে সেই সমিতি ভেঙ্গে প্রত্যেক গ্রাহককে টাকা বুঝিয়ে দেওয়া। এনামুল ওই কয়েক বছর বিশ্বস্ততার সাথে সমিতির গ্রাহকদের আমানত সঠিকভাবে লেনদেন করে চলতি বছর সমিতির গ্রাহকের টাকা বুঝিয়ে না দিয়ে উধাও হয়েছে। ভুক্তভোগীরা তাদের ব্যবসার মুলধন সঞ্চয় রেখে বিপাকে পড়েছেন এবং অনেকেই দুঃচিন্তায় দিনাতিপাত করছেন।


সমিতির একাধিক সদস্যের সাথে কথা বললে তাদের মধ্যে আল-মামুন, দুলাল হোসেন, হারুন-উর-রশিদ, শহিদুল ইসলাম, রায়হানুল ইসলাস বিপ্লব, ওবায়দুর রহমান, ফারুক হোসেন, তারেক মিয়া, সাজু মিয়া, আমিনুর রহমান সহ প্রায় শতাধিক সদস্য বলেন, আমরা সেঞ্চুরী সঞ্চয় সমিতির পরিচালক ও হাতিবান্দা নাগরকান্দি গ্রামের মৃত রেজাউল করিমের পুত্র এনামুল হক ও তার বড় তিন সহদর ভাইদের সহযোগিতায় পরিচালিত সমিতিতে টাকা সঞ্চয় করে আসিতেছি। কিন্তু হঠাৎ টাকা তোলা বন্ধু করে উধাও হয়েছে এনামুল। আমরা অনেকেই তার বাড়িতে গিয়ে তার খোঁজ জানতে চাইলে তার পরিবার থেকে সদুত্তর পাইনা।

এ বিষয়ে শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।


এদিকে মহাস্থানে সঞ্চয় সমিতির নামে মাঝে মাঝেই গ্রাহকের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হওয়ার ঘটনা প্রায়ই ঘটছে বলে অনেকেই জানিয়েছেন। ভুক্তভোগী ব্যবসায়ীরা তাদের গচ্ছিত টাকা ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

Facebook Comments Box


Posted ৪:৩০ অপরাহ্ণ | বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২

Alokito Bogura || Online Newspaper |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

উপদেষ্টা:
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক:
এম.টি.আই স্বপন মাহমুদ
বার্তা সম্পাদক: এম.এ রাশেদ
সহ-বার্তা সম্পাদক: মোঃ সাজু মিয়া

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন যোগাযোগ:
+৮৮০ ৯৬ ৯৬ ৯১ ১৮ ৪৫
হোয়াটসঅ্যাপ ➤০১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!