মঙ্গলবার ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

ফরিদপুরের নগরকান্দায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বিজয় দিবস

শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২
153 বার পঠিত
ফরিদপুরের নগরকান্দায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বিজয় দিবস

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় বিভিন্ন আয়োজনে শুক্রবার দিনব্যাপী পালিত হয়েছে মহান দিবস ১৬ ই ডিসেম্বর। দিনের প্রথম প্রহরে পুলিশ কতৃক তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়।
সকালে উপজেলায় অবস্থিত শহীদ মিনারে প্রথমে পুষ্প মাল্য অর্পণ করে ফরিদপুর -২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।

আরো যারা পুষ্পমাল্য অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, কামরুজ্জামান মিঠু সমর্থক গোষ্ঠী, জামাল হোসেন মিয়া সমর্থক গোষ্ঠী, উপজেলা বিএনপির, বাংলাদেশ পুলিশ, নগরকান্দা প্রেস ক্লাব, সরকারি নগরকান্দা কলেজ, সরকারী মহেন্দ্র নারায়ণ একাডেমি, অফিসার্স ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ (এসইউএসবি), দৈনিক খোলাচোখ, শহীদ স্মৃতি সংরক্ষন কমিটি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন।


কোদালিয়া শহীদনগরে গণকবর, ঈশ্বরদীর নুরু মাতুব্বর, কানফোরদীতে আব্দুল আজিজসহ শহীদদের কবর জিয়ারত করেন অতিথি বৃন্দ। পরে সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে বাংলাদেশ পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ডিসপ্লে প্রদর্শন করে। এর আগে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

পরে জেলা অডিটোরিয়াম হল রুমে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈদুল হক এর সভাপতিত্বে সকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল, সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হোসেন জিসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইফতেখার আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান কামরুন্নাহার রিটা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইকবাল কবির, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বিকালে অফিসার বৃন্দ ও মুক্তিযোদ্ধাদের মাঝে ভলিবল খেলা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


Facebook Comments Box


Posted ৫:৪৬ অপরাহ্ণ | শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২

Alokito Bogura || Online Newspaper |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

উপদেষ্টা:
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক:
এম.টি.আই স্বপন মাহমুদ
বার্তা সম্পাদক: এম.এ রাশেদ
সহ-বার্তা সম্পাদক: মোঃ সাজু মিয়া

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন যোগাযোগ:
+৮৮০ ৯৬ ৯৬ ৯১ ১৮ ৪৫
হোয়াটসঅ্যাপ ➤০১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!