শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

গাবতলীতে টাকার অভাবে প্রাণ প্রদীপ নিভে যেতে বসেছে মেধাবী ছাত্র নাঈমের

আলোকিত বগুড়া   শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩
108 বার পঠিত
গাবতলীতে টাকার অভাবে প্রাণ প্রদীপ নিভে যেতে বসেছে মেধাবী ছাত্র নাঈমের

সাব্বির হাসান, গাবতলী (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার গাবতলীতে ভুমিহীন ভ্যানচালকের ছেলে মেধাবী এক কলেজ ছাত্রের দুটি কিডনিই অকেজো হয়ে পড়েছে। বর্তমানে সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

জানা গেছে, গাবতলীর দূর্গাহাটা ইউনিয়নের হাতিবান্দা গ্রামের ইটভাটার ভ্যানচালক পরিস্কার ফকিরের ছেলে নাঈম ইসলাম সুখানপুকুর সৈয়দ আহম্মেদ বিশ্ববিদ্যালয় হতে ২০২২সালে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করে। কিন্তু গত দেড় মাস আগে নাঈমের হঠাৎ মুখ-মন্ডল ফুলে যায় এবং রক্তবমি করতে থাকে। আশংকাজনক অবস্থায় নাঈমকে প্রথমে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে পরীক্ষা নীরিক্ষা করে নাঈমের দুটি কিডনিই অকেজো হয়েছে বলে চিকিৎসকরা জানান। বগুড়া শজিমেক হাসপাতালে ১৩দিন নাঈমকে চিকিৎসা করানো হয়। এরপর আবারো বগুড়া ঠনঠনিয়া কিডনি এন্ড ডাইলোসিস ক্লিনিকে ডাঃ এহসানুল করিমের তত্ত¡াবধানে ৭দিন চিকিৎসা করানো হয়।


চিকিৎকরা জানিয়েছেন, কেউ নাঈমকে ১টা কিডনি প্রতিস্থাপন করলে দান করলে অনেকটা সুস্থ হতে পারবে। এতে খরচ কমপক্ষে ৯ থেকে ১০লাখ টাকা। কিন্তু আর্থিক অভাবে নাঈমকে এখন বাড়ীতেই রাখা হয়েছে। সাধ্য অনুযায়ী চিকিৎসা চালানো হচ্ছে। সপ্তাহে ৩/৪দিন ডাইলোসিস দিতে হয়। আসলে নাঈমের সুচিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। এলাকাবাসী নাঈমের চিকিৎসার জন্য সাহায্য চেয়ে বিভিন্ন জায়গায় পোষ্টারও লাগিয়েছেন। গাবতলী উপজেলা সমাজসেবা দপ্তর ও সৈয়দ আহম্মেদ কলেজেও আর্থিক সাহায্য চেয়ে লিখিত আবেদন করা হয়েছে। তাই সমাজের বিত্তবানদের আর্থিক সাহায্যের আবেদন করেছেন পরিবারের লোকজন। আর্থিক সাহায্য পাঠানোর ঠিকানা বিকাশ নং-(পারসোনাল) ০১৭৪৪-৪২৯৪৬০।

Facebook Comments Box


Posted ৫:৩৭ অপরাহ্ণ | শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩

Alokito Bogura || Online Newspaper |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

উপদেষ্টা:
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক:
এম.টি.আই স্বপন মাহমুদ
বার্তা সম্পাদক: এম.এ রাশেদ
সহ-বার্তা সম্পাদক: মোঃ সাজু মিয়া

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন যোগাযোগ:
+৮৮০ ৯৬ ৯৬ ৯১ ১৮ ৪৫
হোয়াটসঅ্যাপ ➤০১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!