আগামী ২৮ ফেব্রুয়ারী সিরাজগঞ্জ জেলা সম্মেলনের নেতৃত্ব নির্বাচনে কী বার্তা দেবে আওয়ামী লীগ, তা নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে। শীর্ষ দুই পদে নতুন-পুরাতনের সমন্বয় না নতুন মুখের চমক আসবে?। ২০১৫ সালের ৮ জানুয়ারিতে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। দির্ঘ ৭ বছর পর সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে সম্মেলন প্রস্তুতি কমিটির উদ্দেগে চলতে স্টেজ তৈরির কাজ। জেলা শহরের প্রতিটি রাস্তায় তৈরি হচ্ছে বিশাল বিশাল তরুন। এছারা ব্যানার, পোস্টার, ফেস্টুনে ছেয়েগেছে শহর গ্রাম। প্রার্থীরা জেলা, উপজেলায় সভা, সমাবেশ, করে দলীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময় করছেন। সম্মেলনের মাধ্যমে জেলার নেতৃত্বে তথা সভাপতি-সাধারণ সম্পাদক পদে কারা আসছেন তা নিয়েই জোর জল্পনা-কল্পনা চলছে।
আগামী ২৮ ফেব্রুয়ারী সিরাজগঞ্জ জেলা সম্মেলনের সভাপতি পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ৫ জন প্রার্থীর নাম শোনা যাচ্ছে। এরা হলেন- সভাপতি পদপ্রার্থী বর্তমান জেলা আওয়ামলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. কেএম হোসেন আলী হাসান, সাবেক মন্ত্রী ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস, সহ-সভাপতি বীর মুক্তি যোদ্ধা এ্যাড. বিমল কুমার দাস, সহ-সভাপতি এ্যাড. আব্দুর রহমান পিপি। সাধারণ সম্পাদক পদপ্রার্থীরা হলেন- বর্তমান সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত আব্দুস সামাদ তালুকদার, জেলা আওয়ামলীগের তথ্য ও গবেশনা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ফারুক, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জান্নাত আরা হেনরী, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কৃষিবিদ আলহাজ্ব মো: সাখাওয়াত হোসেন সুইট, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক শামসুজ্জামান আলো।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: আবু ইউসূফ সূর্য বলেন, আগামী ২৮ ফেব্রুয়ারী সিরাজগঞ্জ জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে।
প্রথম অধিবেশন শেষ করে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে। তৃণমূলের মতামত ও দলীয় সভানেত্রীর পরামর্শক্রমেই সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হবে।
সভাপতি সাধারণ সম্পাদক পদে এপর্যন্ত মোট ৯ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন নির্বাচন পরিচালনা কমিটির কাছ থেকে।
স্বাস্থ্য বিধি মেনে ২৮ ফেব্রুয়ারী সিরাজগঞ্জ জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে।
Posted ৯:০৮ অপরাহ্ণ | সোমবার, ২১ ফেব্রুয়ারি ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD