সিরাজগঞ্জে সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নে আগুনে পুরে সাতটি ঘর ভস্মীভুত হয়েছে। এসময় আগুনে পুরে তিনটি গরু মারা গেছে। শনিবার (২৬ ফেব্রুয়ারী) গভীর রাতে সদর উপজেলার ভাটপিয়ারী বিল এড়িল গ্রামে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, গতকাল রাতে ছোনগাছা ইউনিয়নের ভাটপিয়ারী গ্রামের দেড়হাজ আলীর গোয়াল ঘরে মশার কয়েল জ্বালিয়ে পরিবারের লোকজন ঘুমিয়ে পড়ে। কয়েলের আগুন থেকে প্রথমে গোয়াল ঘরে, পরে শোবার ঘরে আগুন ধরে। আস্তে আস্তে আগুন ছড়িয়ে পড়লে আশপাশের বাড়ীসহ মোট সাতটা বাড়ী পুরে ছাই হয়ে যায়। এসময় আগুনে পুড়ে দেরহাজের দুইটি ও বাট্টুর ১টি গরু মারা মারা যায়। এবং আরো দুইটি গরু আগুনে ঝলসে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থদের।
এ বিষষে ক্ষতিগ্রস্থ দেরহাজ আলী বলেন, রাতে গোয়াল ঘরে মশার কয়েল দিয়ে পরিবার নিয়ে ঘুমিয়ে পড়ি। গভীর রাতে আগুনের তাপে ঘুম ভেঙ্গে যায়। ঘুম থেকে উঠে দেখি দুইটি গরুসহ গোয়াল ঘর পুরে ছাই। স্থানীয়রা এগিয়ে আসার আগেই শোবার ঘরে আগুন লেগে যায়। পরে আগুন দ্রুত গতিতে ছড়িয়ে পড়লে পাশে বাড়ীর একটি গরুসহ মোট সাতটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে আমাদের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। অনেকক্ষণ পর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রন করে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান জানান, শনিবার গভীর রাতে ওই এলাকায় আগুন লাগার খবর শুনে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে যায়। ১ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে।
তিনি আরও বলেন, আগুনে পুরে তিনটি গরু ও সাতটি ঘর পুরে গেছে। তবে ক্ষতির পরিমান নির্ধারন করা যায়নি। ধারনা করা হচ্ছে মশার কয়েল থেকে আগুনের সুত্রপাত হয়েছে।
Posted ১১:৪৫ অপরাহ্ণ | রবিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD