টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬ দিন বিশ্রাম কাটানোর পর আজ মাঠে নামছে ভারত। গেল রবিবার পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটে হারার পর দ্বিতীয় ম্যাচে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ নিউজিল্যান্ড। খেলা শুরু হবে আজ রাত ৮টায়। গেল রবিবার সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হয় ভারত। চরম উত্তেজনার ম্যাচে বাবর আজমের দলের বিপক্ষে ১০ উইকেটে অবিশ্বাস্য ব্যবধানে হারে কোহলিরা। ওই ম্যাচের পর থেকে এক প্রকার নিখোঁজই বলা চলে ভারতকে। দ্বিতীয় ম্যাচের আগে প্রায় সপ্তাহখানেক বিশ্রাম পেয়েছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের হোস্টরা। সুযোগ পেয়েছে প্রতিপক্ষের বিপক্ষে বাজে হারের কষ্ঠ ভুলে নতুন উদ্যমে প্রস্তুতি সারার।
প্রথম ম্যাচ হারলেও, কন্ডিশন আর টিম কম্বিনেশনের বিচারে এগিয়েই থাকবে টিম ইন্ডিয়া। কোহলিদের টার্গেট থাকবে প্রথম ম্যাচের ভুল শুধরে নিয়ে কিউইদের মোকাবেলায় নামার। নিউজিল্যান্ডও ছেড়ে কথা বলতে রাজি নয় ভারতকে। চলতি বিশ্বকাপে ভারতের মতো তারাও খেলেছে একটাই ম্যাচ, সেটাতে তাদের হারও সেই পাকিস্তানের বিপক্ষেই। এ ম্যাচে ব্লাকক্যাপসদেরও টার্গেট থাকবে আসরের প্রথম জয় তুলে নেয়ার।
ভারত-নিউজিল্যান্ড ম্যাচের আগে বিকেলে মাঠে নামবে আফগানিস্তান। মূল পর্বের তৃতীয় ম্যাচে রাশিদ নাবিদের প্রতিপক্ষ নামিবিয়া। আফগানরা এখন আছে পয়েন্ট টেবিলের দুইয়ে। পাকিস্তানের বিপক্ষে হারলেও সুপার টুয়েলভে স্কটিশদের তারা হারায় ১৩০ রানে। নামিবিয়া-আফগান ম্যাচে ফেভারিট হিসেবেই নামবে মোহাম্মদ নবীর দল।
এমনিতেই নামিবিয়া আফগানিস্তানের চেয়ে বেশ দূর্বল। বাস্তবে রাশিদ-মুজিবদের স্পিন সামলানোর মতো ব্যাটসম্যান তাদের স্কোয়াডে নেই বললেই চলে। তবে নবাগত নামিবিয়ার একমাত্র অনুপ্রেরণা হতে পারে পূল পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে জয়টা।
Posted ৯:৪৭ পূর্বাহ্ণ | রবিবার, ৩১ অক্টোবর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD