সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪ হাজার পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সদস্য।
মাদক কারবারিরা হলো, পাবনার বেড়া উপজেলার বকচর গ্রামের মজনু প্রামাণিকের ছেলে সোহাগ প্রামানিক ও কক্সবাজার জেলার কাটাবনিয়া গ্রামের নুরুল ইসলামের আব্দুল মোনাফ (৩৬)।
আজ শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু সেতু পশ্চিমে পুলিশ বক্সের সামনে থেকে তাদের আটক করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জুলহাজ উদ্দীন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানান, পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডলের দিক নির্দেশনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকায় রাস্তার উপরে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালিনো হয়। এসময় চট্টগ্রাম হইতে পাবনাগামী
(পাবনা এক্সপ্রেস) যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে দুই যাত্রীকে আটক করে। পরে তাদের কাছ থেকে ৪ হাজার পিচ ইয়াবা উদ্ধার করে। আটকদের বিরুদ্ধে আদালতে ১টি করে মামলা বিচারাধীন রয়েছে। আটকদের বিরুদ্ধে মামলা দায়ের ও উদ্ধারকৃত আলামতসহ তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Posted ৭:১৬ অপরাহ্ণ | শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩
Alokito Bogura || Online Newspaper | MTi SHOPON MAHMUD