১৯৮৬ সাল থেকে বগুড়া সারিয়াকান্দিতে পত্রিকা বিক্রয় করেন বগুড়া সদরের গোকুল ইউনিয়নের ফিরোজ আলম। প্রতিদিন তিনি সকালে গোকুল থেকে বগুড়া সাথমাথায় আসেন পত্রিকা নিতে। সেখান থেকে পত্রিকা সংগ্রহ করে ২২ কিঃমিঃ দূরে সারিয়াকান্দি উপজেলা সদরের বিভিন্ন এলাকায় পত্রিকা বিলি করেন পাঁয়ে হেঁটে। বিষয়টি নজরে আসে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্তীর।
পরে তিনি রোববার দুপুরে স্হানীয় গণমাধ্যম কর্মীদের সহায়তায় ফিরোজকে একটি বাইসাইকেল ক্রয় করে দেন। এতে পত্রিকা বিক্রেতা ফিরোজের চোখেমুখে ফুটে উঠেছে হাসির ছাপ।
ফিরোজ আলম বলেন, প্রায় ৩৭ বছর আগে থেকে আমি সারিয়াকান্দিতে পত্রিকা বিলি করে আসছি। ৮৮ সালের বন্যায় একবুক পানি পাড়ি দিয়েও মানুষের দাঁড়ে পত্রিকা নিয়ে হাজির হয়েছি। পায়ে হেঁটে পত্রিকা বিলি করার প্রধান সমস্যা ছিল, অনেকগুলো পত্রিকার অত্যধিক ওজন। এই সাইকেলটি আমার চির ভোগান্তির অবসান করবে। আমার আর পায়ে হেঁটে পত্রিকা বিলি করা লাগবে না। এতে আমি খুবই খুশি হয়েছি।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্তী বলেন, পায়ে হেঁটে পত্রিকা বিলি করতে দেখে অসহায় পত্রিকা বিক্রেতাকে সহযোগিতা করার চিন্তা আমার মাথায় আসে। সে চিন্তা থেকে স্হানীয় গণমাধ্যম কর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় তাকে এই সামান্য সহযোগিতা করা হয়েছে।
Posted ১১:২৫ অপরাহ্ণ | রবিবার, ১৯ মার্চ ২০২৩
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD