২৬ শে মার্চ উপলক্ষে ফুলের চাহিদা ব্যাপক থাকায় এবার ফুলের দাম অনেকটাই বেশি।প্রতি রিং পুষ্প মালার বিভিন্ন সাইজ অনুযায়ী দাম নির্ধারণ করা হয়েছে। যেমনঃ- ৫ হাত রিং পুষ্প এর মূল্য-৭০০/১০০০ টাকা। ৬ হাত রিং পুষ্প এর মূল্য-১৫০০/২০০০ টাকা। ৭ হাত রিং পুষ্প এর মূল্য-২০০০/৩০০০ টাকা দরে বিক্রয় হয়। ১৭ টি দোকানে এবার বিক্রয় হতে পারে প্রায় ১২ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকা।
করোনার প্রভাবের কারণে ফুলের দাম আগের তুলনায় অনেকটাই বাড়তি থাকছে বলে জানা যায়। বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান পুষ্প অর্পণের জন্য এবং বিভিন্ন রাজনীতিবিদ এবং বিভিন্ন সংগঠন সহ ফুলের প্রতি চাহিদা রাখায় ফুলের দাম তুলনামূলক বেশি।
এদিকে ক্রেতাদের ও ব্যাপক চাহিদা থেকে তাদের ভাষ্য অনুযায়ী দাম বেশি হলেও ফুলের দরকার বলে জানায়। ফুল ব্যাবসায়ীক সমিতির সাধারণ সম্পাদক-লক্ষণ দাস বলেন,আগের তুলনায় ফুল ক্রয় করতেই অনেকটাই ভোগান্তি সহ দাম বেশি দিয়ে কিনতে হচ্ছে।তাই এবার ২৬ শে মার্চ উপলক্ষে ফুলের বাজার ও বেশ চড়া থাকবে।
Posted ১০:৪৩ অপরাহ্ণ | বুধবার, ২৪ মার্চ ২০২১
Alokito Bogura। সত্য প্রকাশই আমাদের অঙ্গীকার | Trisha Mahmud