একদফা দাবিতে সোমবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা মহানগরের নয়াবাজারে পূর্বঘোষিত সমাবেশের কর্মসূচি ছিল বিএনপির। তবে অনিবার্য কারণে নয়াবাজারের পরিবর্তে ধোলাইখালে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
দলীয় সূত্রে জানা গেছে, ধোলাইখালে সমাবেশের অনুমতি চেয়ে শনিবার (২৩ ডিসেম্বর) ডিএমপি কমিশনার বরাবর চিঠি দিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।
এর আগে, সরকারের পদত্যাগের একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে পাঁচটি রোডমার্চসহ ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী ৩ অক্টোবর পর্যন্ত।
Posted ৮:০২ অপরাহ্ণ | রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
Alokito Bogura || Online Newspaper | MTi SHOPON MAHMUD