রবিবার ২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

১৪মামলার আসামী বঙ্গবন্ধু সেতুর ইনচার্জ রফিকুলের অপসারণের দাবিতে মানববন্ধন

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি   শনিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২২
154 বার পঠিত
১৪মামলার আসামী বঙ্গবন্ধু সেতুর ইনচার্জ রফিকুলের অপসারণের দাবিতে মানববন্ধন

হত্যা, ট্রেনে অগ্নিসংযোগ, বাসে অগ্নিসংযোগ, বিস্ফোরক ও চাঁদাবাজিসহ ১৪টি মামলার আসামী বিএনপি’র সন্ত্রাসী মো: রফিকুল ইসলাম সরকার কে বঙ্গবন্ধু সেতুর সিকিউরিটি ইনচার্জ চাকরীর পদ থেকে অপসারণ ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে ১০নং সয়দাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আজ শনিবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ী চেকপোস্ট এলাকায় ১০ নং সয়দাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


সয়দাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন, ১০নং সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নবীদুল ইসলাম, সহ-সভাপতি সাইদুল ইসলাম রাজা, যুগ্ম-সম্পাদক সেরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সেরাজুল ইসলাম বিএসসি, দপ্তর সম্পাদক ফিরোজ হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, আগামী ৭দিনের মধ্যে ১৪টি মামলার আসামী সয়দাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি রফিক কে বঙ্গবন্ধু সেতুর সিকিউরিটি ইনচার্জ চাকরীর পদ থেকে অপসারণ না করা হলে উত্তরবঙ্গের প্রবেশদ্বার ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করা হবে।


এসময় ১০নং সয়দাবাদ ইউনিয়ন আওয়ামলীগের যুগ্ম-সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, যুবলীগের সাধারণ সম্পাদক রিগেন হোসেন, জেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক সোহাগ হাসান পথিক, ছাত্রলীগ নেতা স্বাধীন আহম্মেদসহ ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গ, মামলাগুলো হলো, বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় ২০১০ ইং সালের ১লা সেপ্টেম্বর দায়েরকৃত হত্যা মামলা (এফআইআর নং-৫), একই বছরের ২৮ জুন সদর থানায় দায়েরকৃত হত্যা মামলা (এফ আই আর নং-৩৫, জি আর নং-২৫৬), ১৫ সেপ্টেম্বর সদর থানায় হত্যা মামলা (এফআইআর নং- ৬), ২০১১ সালে ১৮ ডিসেম্বর বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় দ্রুত বিচার আইনে দায়েরকৃত মামলা (এফআইআর নং-৬), ২০১২ সালের ৯ ডিসেম্বর বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় দ্রুত বিচার আইনে দায়েরকৃত মামলা (এফআইআর নং-৫), ২০১৩ সালের ২০ অক্টোবর সদর থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা (এফআইআর নং-৪২), একই বছরের ২১ অক্টোবর সদর থানায় দায়েরকৃত দ্রুত বিচার আইনের মামলা (এফআইআর নং-৪৪), ৪ঠা ডিসেম্বর সিরাজগঞ্জ সদর থানায় দায়েরকৃত হত্যা মামলা (এফআইআর নং-৮), ২০১৫ সালে সদর থানার বিশেষ ক্ষমতা আইনের মামলা (এফআইআর নং- ৪৫), ২০১৮ সালের ২৭ ডিসেম্বর সদর থানার বিশেষ ক্ষমতা আইনের মামলা (এফ আই আর নং-৩৪), ২০২১ সালের ৩১ ডিসেম্বর সদর থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা (এফআইআর নং-৫২)সহ আরো বেশ কয়েকটি। হত্যা, বিশেষ ক্ষমতা আইন, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রন আইনসহ গুরুত্বপূর্ন বিভিন্ন ধারার মামলার এজাহারভুক্ত আসামি রফিক সরকার জেলও খেটেছেন একাধিকবার। কিন্তু অদৃশ্য কারণে চাকরিতে বহাল থাকার পাশাপাশি পেয়েছেন পদোন্নতিও। বর্তমানে বঙ্গবন্ধু সেতুর সিকিউরিটি ইনচার্জ পদে কর্মরত রয়েছেন এই দাগি অপরাধি। যেকোন সময় সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করার জন্য যে কোন অপ্রিতিকর ঘটনা ঘটানোর আশংকা করছেন অনেকেই।


এ বিষয়ে ১০নং সয়দাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বঙ্গবন্ধু সেতুর সিকিউরিটি ইনচার্জ (ম্যানেজার) রফিক শেখ বলেন, ২০০৮ সালে রাজনৈতিক কারণে আমার বিরুদ্ধে কয়েকটি মামলা হয়েছিলো। এসব মামলায় আমি জামিনে রয়েছি।

Facebook Comments Box

Posted ৪:১৯ অপরাহ্ণ | শনিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২২

Alokito Bogura। আলোকিত বগুড়া |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

প্রতিষ্ঠাতা ও প্রকাশক:

এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা সম্পাদক: এম.এ রাশেদ

অস্থায়ী অফিস:

তালুকদার শপিং সেন্টার (৩য় তলা),

নবাববাড়ি রোড, বগুড়া-৫৮০০।

বার্তাকক্ষ যোগাযোগ:

মুঠোফোন: ০১৭৫০ ৯১১৮৪৫

ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!