ইন্দোনেশিয়ায় ১১ থেকে ১৬বছর বয়সী ১৩ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে হেরি বীরাওয়ান নামের এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একটি বোর্ডিং স্কুলের মালিক এই শিক্ষকের এমন ঘৃণিত কাণ্ড রায় এলো ঘটনার ৫বছর পর।
জানা গেছে, ২০১৬ সাল থেকে একে একে ১৩ ছাত্রীকে ধর্ষণ করেন হেরি। এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে তাদের আটজন। যাদের অনেকেই সন্তান জন্মও দিয়েছে। যদিও আদালতে অভিযুক্তের শাস্তি হিসেবে রাসায়নিক প্রক্রিয়ায় তার মৃত্যুদণ্ড দাবি করেন প্রসিকিউটররা। পাশাপাশি ভিকটিমদের জন্য কমপক্ষে ২১ হাজার ডলার ক্ষতিপূরণ দাবি করেন।
আদালত জানান, কয়েক বছরের এই নির্যাতনের ঘটনা আলোর মুখ দেখে গত বছর মে মাসে। এ সময় ছাত্রীদের একজনের মা আবিষ্কার করেন তাদের কন্যা অন্তঃসত্ত্বা। পরে ঘটনা প্রমাণিত হওয়ায় ৩৬ বছর বয়সী শিক্ষক হেরিকে যাবজ্জীবন জেল দেয়া হয়।
সূত্র-বিবিসি
Posted ৯:১৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD