সাজু মিয়া, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ এর আয়োজনে নানা কর্মসূচি পালন করা হয়। সকালে বঙ্গবন্ধু স্কয়ার চত্বরে এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শিবগঞ্জ কেন্দ্রীয় মসজিদে দোয়া খায়ের করা হয়।
পরে বিকাল ৪.০০ বঙ্গবন্ধু স্কয়ার চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩তম জন্ম বার্ষিকী উপলক্ষে ১০৩ পাউন্ড ওজনের কেক কর্তন করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা ও সাধারণ সম্পাদক পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা হাবিবুল আলম, এমদাদুল হক, শাহজাহান চৌধুরী, মহিদুল ইসলাম, আসিফ মাহমুদ মিল্টন, আহসান হাবিব সবুজ, শহিদুল ইসলাম শহিদ, জাহিদুল ইসলাম, আমিনুল হক দুদু, সাহাবুদ্দিন শিবলী, সোহেল রানা মিন্টু, আতিক রহমান, সাবেক জেলা পরিষদ এর সদস্য মারুফ রহমান মঞ্জু, যুবলীগ নেতা খ.ম শামীম, হারুনুর রশিদ, কৃষক লীগ নেতা লুৎফর রহমান, শাহিনুর মাস্টার, স্বেচ্ছা সেবকলীগ নেতা সাইদুর রহমান, জয়, মহিলা আওয়ামী লীগ নেত্রী জান্নাতি আক্তার টুম্পা, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বেলাল, ছাত্রলীগ নেতা রাকিব, আবু রায়হান প্রমুখ।
Posted ১০:০৪ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ মার্চ ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD