হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পড়ে আছে ৬৫ বছর বয়সী অজ্ঞাত এক বৃদ্ধের লাশ। অজ্ঞাত এই বৃদ্ধের স্বজনদের সন্ধান চায় সিরাজগঞ্জ সদর থানা পুলিশ।
জানা যায়, শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালের দিকে পৌর মহল্লার মালশাপাড়া দুইজন যুবক মানসিক ভারসাম্যহীন অজ্ঞাতনামা বৃদ্ধ ব্যাক্তিকে মালশাপাড়া এলাকায় অচেতন অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখতে পান। পরে স্থানীয়রা সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। অজ্ঞাত বৃদ্ধ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেল ৫টার দিকে চিকিৎসধীন অবস্থায় মৃত্যু হয়।
বর্তমানে এই ব্যক্তির লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। যদি কেউ মৃত এই বৃদ্ধের স্বজনদের সন্ধান পান তাহলে সিরাজগঞ্জ সদর থানার ওসি ০১৩২০১২৯৫৯০, এসআই রেজাউল করিম শাহ ০১৭৪৫-৬১২৮৫১ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
Posted ৭:২০ অপরাহ্ণ | শুক্রবার, ০৬ জানুয়ারি ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD