মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কর্মসূচীর অংশ হিসাবে দুপচাঁচিয়া পৌরসভার আয়োজনে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৩ই মার্চ বৃহস্পতিবার বিকালে পৌরসভার সভাকক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা পৌর মেয়র জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও উচ্চমান সহকারী মাহমুদুল হাসান এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা সুজ্জাত আলী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, কাউন্সিলর এসএম কায়কোবাদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র ইদ্রিস আলী, কাউন্সিলর আশরাফুজ্জামান সাগর, আকরাম হোসেন, আব্দুস সালাম আলম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জাহানারা বেগম, শিল্পী বেগম, উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি আখতারুজ্জামান তুহিন, পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান, ব্যবসায়ী শাহীনুর ইসলাম, ঠিকাদার হাসান আলী প্রমুখ।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
Posted ৭:০১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ মার্চ ২০২২
Alokito Bogura। Online Newspaper | Alokito Bogura