সারিয়াকান্দি-সোনাতলা এলাকার সংসদ সদস্য সাহাদারা মান্নান বলেছেন, শেখ হাসিনা সরকার দেশকে কিছু দিয়েছেন। আরও দিয়ে যাচ্ছেন। তিনি এক খোঁচাতে বহু বেসরকারী শিক্ষককে সরকারী করে নিয়েছেন। দেশের মানুষের মুখে হাসি ফোটাতে দিন-রাত কাজ করে যাচ্ছেন। রুট লেবেল অনুযায়ী ইউনিয়ন পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ এমনকি দলীয় এমপি নির্বাচিত হলে প্রধান মন্ত্রী শেখ হাসিনার কাজ করতে সহজ হবে। স্বপ্নের পৌরসভা গড়তে তিনি আমাদেরকে নৌকা মার্কার যে প্রার্থী দিয়েছেন আগামী ১৬ই জানুয়ারী সবাইকে এক যোগে কাজ করে, ভোট দিয়ে তাকে মেয়র নির্বাচিত করতে হবে।
আজ রোববার দুপুরে আসন্ন সারিয়াকান্দি পৌরসভায় আওয়ামীলীগ দলীয় মেয়র প্রার্থীর বিজয় নিশ্চিত করার লক্ষে সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে সারিয়াকান্দি পৌর এলাকায় বসবাসরত সকল শিক্ষকদের সাথে মতবিনিময় কালে তিনি ওই কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন, সাবেক প্রধান শিক্ষক বাবু অরুনাংশ কুমার সাহা। আরো বক্তব্য রাখেন, এমপি’র ছেলে সাখাওয়াত হোসেন সজল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মমতাজুর রহমান মন্ডল, নওখিলা পিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান কুমার সাহা, সারিয়াকান্দি ডিগ্রী কলেজের প্রভাষক লিখন কুমার সাহা, সারিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক প্রনব কুমার সাহা, আব্দুল মান্নান মহিলা কলেজের প্রভাষক নজরুল ইসলাম, বেড়াপাঁচ বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু রায়হান বাদল, আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ কুমার সাহা, শিক্ষক জাহানুল ইসলাম প্রমুখ।
সভায় প্রায় পৌর এলাকায় বসবাসরত ২৫০ শিক্ষক-শিক্ষিকাসহ পৌর ও উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে উপস্থিত সকলের মধ্যে হালকা নাস্তা বিতরণ করা হয়।
Posted ২:৩৯ অপরাহ্ণ | রবিবার, ০৩ জানুয়ারি ২০২১
Alokito Bogura | MTI SHOPON MAHMUD