বগুড়ার শিবগঞ্জে নববধূকে ফেলে রেখে স্বামীর পলায়নের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের আলাদীপুর পশ্চিমপাড়া গ্রামে। অভিযুক্ত আব্দুল মোমিন (১৯) শিবগঞ্জ ইউনিয়নের আলাদীপুর পশ্চিমপাড়া গ্রামের মোর্শেদুল প্রামানিক এর ছেলে ।
সরেজমিনে গেলে স্থানীয়রা জানায়, ১০ আগষ্ট দিবাগত রাত্রীতে ওই মেয়ে স্বামীর মর্যাদা পেতে মোমিন এর বাড়িতে অবস্থান নেয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় ভাবে কয়েকদিন পূর্বে তাদের বিয়ে দেওয়া হয়। ইতিপূর্বে ওই মেয়ের অন্যত্র বিয়ে হয়েছিলো, তার স্বামীর মৃত্যুর পর সে একা একা বসবাস করতো। বিয়ের পর স্বামী মোমিন স্ত্রী আঞ্জুমান আরাকে ফেলে রেখে লাপাত্তা হলে পুনরায় সে মোমিন এর বাড়িতে এসে অবস্থান নেয়। বর্তমানে ওই নববধূর শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক।
অনশনরত আঞ্জুমান আরা বলেন, আব্দুল মোমিনের সাথে আমার ৩ বছর পূর্বে মুঠোফোনে পরিচয় হয়ে বিয়ের আশ্বাসে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মোমিন আমাকে বিয়ের আশ্বাস দিলেও একপর্যায়ে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। উপায় না পেয়ে আমি মোমিনের বাড়িতে এসে অনশন শুরু করি। অনশনের একপর্যায়ে আমাদের বিয়ে হয়। বিয়ের পর অজানা কারণে আমার স্বামী মোমিন আমাকে ফেলে রেখে গাঁঢাকা দেয়। উপায় না পেয়ে আমি আবারও মোমিন বাড়িতে এসে অবস্থান নেয়। মোমিন এর পরিবারের লোকজন আমাকে তাদের বাড়ির ভিতরে যেতে না দিলে বাড়ির সামনে পাকা রাস্তায় অবস্থান নেয়। মোমিন না আসা পর্যন্ত আমি এখান থেকে যাবো না। প্রয়োজনে আমার জীবনে শেষ করে দিবো। আমার স্বামীকে ফিরে পেতে সকলের সহযোগিতা চাই।
এ ব্যাপারে শিবগঞ্জ ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, গত কয়েক দিন পূর্বে ওই নারীর সাথে মোমিন এর বিয়ে হয়েছে বলে শুনেছি।
এ বিষয়ে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Posted ৯:০১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD