সোমবার ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

স্ত্রীর মর্যাদা পেতে শ্বশুর বাড়ীতে নবধূর অবস্থান; স্বামীর পলায়ন

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি   মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩
126 বার পঠিত
স্ত্রীর মর্যাদা পেতে শ্বশুর বাড়ীতে নবধূর অবস্থান; স্বামীর পলায়ন

বগুড়ার শিবগঞ্জে নববধূকে ফেলে রেখে স্বামীর পলায়নের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের আলাদীপুর পশ্চিমপাড়া গ্রামে। অভিযুক্ত আব্দুল মোমিন (১৯) শিবগঞ্জ ইউনিয়নের আলাদীপুর পশ্চিমপাড়া গ্রামের মোর্শেদুল প্রামানিক এর ছেলে ।

সরেজমিনে গেলে স্থানীয়রা জানায়, ১০ আগষ্ট দিবাগত রাত্রীতে ওই মেয়ে স্বামীর মর্যাদা পেতে মোমিন এর বাড়িতে অবস্থান নেয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় ভাবে কয়েকদিন পূর্বে তাদের বিয়ে দেওয়া হয়। ইতিপূর্বে ওই মেয়ের অন্যত্র বিয়ে হয়েছিলো, তার স্বামীর মৃত্যুর পর সে একা একা বসবাস করতো। বিয়ের পর স্বামী মোমিন স্ত্রী আঞ্জুমান আরাকে ফেলে রেখে লাপাত্তা হলে পুনরায় সে মোমিন এর বাড়িতে এসে অবস্থান নেয়। বর্তমানে ওই নববধূর শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক।


অনশনরত আঞ্জুমান আরা বলেন, আব্দুল মোমিনের সাথে আমার ৩ বছর পূর্বে মুঠোফোনে পরিচয় হয়ে বিয়ের আশ্বাসে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মোমিন আমাকে বিয়ের আশ্বাস দিলেও একপর্যায়ে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। উপায় না পেয়ে আমি মোমিনের বাড়িতে এসে অনশন শুরু করি। অনশনের একপর্যায়ে আমাদের বিয়ে হয়। বিয়ের পর অজানা কারণে আমার স্বামী মোমিন আমাকে ফেলে রেখে গাঁঢাকা দেয়। উপায় না পেয়ে আমি আবারও মোমিন বাড়িতে এসে অবস্থান নেয়। মোমিন এর পরিবারের লোকজন আমাকে তাদের বাড়ির ভিতরে যেতে না দিলে বাড়ির সামনে পাকা রাস্তায় অবস্থান নেয়। মোমিন না আসা পর্যন্ত আমি এখান থেকে যাবো না। প্রয়োজনে আমার জীবনে শেষ করে দিবো। আমার স্বামীকে ফিরে পেতে সকলের সহযোগিতা চাই।

এ ব্যাপারে শিবগঞ্জ ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, গত কয়েক দিন পূর্বে ওই নারীর সাথে মোমিন এর বিয়ে হয়েছে বলে শুনেছি।


এ বিষয়ে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box


Posted ৯:০১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩

Alokito Bogura || আলোকিত বগুড়া |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

প্রতিষ্ঠাতা ও প্রকাশক:

এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা সম্পাদক: এম.এ রাশেদ

সহ-বার্তা সম্পাদক: মোঃ সাজু মিয়া

অস্থায়ী অফিস:

তালুকদার শপিং সেন্টার (৩য় তলা),

নবাববাড়ি রোড, বগুড়া-৫৮০০।

বার্তাকক্ষ যোগাযোগ:

মুঠোফোন: ০১৭৫০ ৯১১৮৪৫

ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!