বগুড়ার শেরপুরে শুরু হয়েছে বোরো ধান কাটা। আবহাওয়া অনুকূলে থাকায় এবার বোরোর ফলন ভালো হয়েছে। নতুন ধান কাটতে পেরে খুশি কৃষকেরা। উত্তরের শস্য ভান্ডার নামে খ্যাত বগুড়ার শেরপুর উপজেলার মাঠজুড়ে পাকা বোরো ধান। সোনালী রং। কেউ ধান কাটছেন, কেউ বাঁধছেন আঁটি। দ্রুতগতিতে কেটে চলেছেন সোনা রঙের বোরো ধান।
Posted ৭:৩৮ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD