বগুড়ার সোনাতলা সদর ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামী তিন বছরের জন্য সানোয়ার হোসেন লীটন সভাপতি ও শাহিন মিয়া সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে। এ উপলক্ষে ২৫ ফেব্রয়ারী শুক্রবার বিকালে রানীরপারা প্রাথমিক বিদ্যালয় মাঠে সানোয়ার হোসেন লীটন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষকলীগের আহবায়ক আবু লায়েছ হোসেন নাহিদ সম্মেলনের উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন। এ সময় আরও বক্তব্য রাখেন,বগুড়া জেলা কৃষকলীগের সাংগাঠনিক সম্পাদক আরিফুল ইসলাম,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম,সাবেক উপজেলা আ’লীগের সাংগাঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড।
এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং ওই ইউনিয়নের ৯টি ওয়ার্ডের কৃষকলীগের সভাপতি,সাধারন সম্পাদক ও অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এরপর দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে সানোয়ার হোসেন লীটন সভাপতি ও শাহিন মিয়াকে সাধারন সম্পাদক করে সোনাতলা সদর ইউনিয়ন কৃষকলীগের কমিটি গঠন করা হয়।
Posted ১০:৪৩ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD