‘আলোকিত মানুষই পারে স্মার্ট বাংলাদেশ গড়তে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে এবং সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্যদিয়ে ফুল ছিটিয়ে বরণ করে নেওয়া হলো সোনাতলা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের নবীন শিক্ষার্থীদেরকে।
আজ বৃহস্পতিবার (৯ই ফেব্রুয়ারি) এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস। নবীন বরণ অনুষ্ঠানকে উপলক্ষে সাজানো হয় গোটা ক্যাম্পাস। সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও।
সোনাতলা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজে নবাগত শিক্ষার্থীদের বরণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ গর্ভনিং বডির সভাপতি সোনাতলা সরকারি নাজির আকতার কলেজের সাবেক উপাধ্যক্ষ রফিকুল আলম বকুল।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সোনাতলা উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড মিনহাদুজ্জামান লীটন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন।
আরও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক অফিসার আহসান হাবীব, বালুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অত্র কলেজের শিক্ষক প্রভাষক রুহুল আমিন, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিষ্টার, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মিথুন আকতার, একাদশ শ্রেণির মেঘলা আকতার প্রমুখ।
আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Posted ৬:১১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD