বগুড়া জেলা পরিষদের সদস্য মোছা. লাবনী সরকার সোনাতলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে শনিবার সকালে মতবিনিময় করেছেন। প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি নিপুন আনোয়ার কাজল।
এ সময় বক্তব্য দেন জেলা পরিষদ সদস্য লাবনী সরকার, পাকুল্লা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মানিক সরকার, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোশাররফ হোসেন মজনু, সাবেক আহবায়ক প্রভাষক ইকবাল কবির লেমন, সাবেক যুগ্ম আহবায়ক জাহিনুর ইসলাম, সাংবাদিক লতিফুল ইসলাম, শামীম আকতার সুজন, আব্দুর রাজ্জাক ও মিনাজুল ইসলাম।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমরান হোসাইন লিখনের সঞ্চালনায় ওই সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক আবু হেলাল, শহিদুল ইসলাম শাহীন, আবুল কালাম আজাদ বাবু, রিমন আহম্মেদ বিকাশ, মিজানুর রহমান রনি, আমিরুল ইসলাম, হারন অর রশিদ, খন্দকার ফয়সাল আহম্মেদ ও ইসমাইল হোসেন।
শেষে লাবনী সরকার প্রেসক্লাব উন্নয়নে এক লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেন।
Posted ৪:৪২ অপরাহ্ণ | শনিবার, ২১ অক্টোবর ২০২৩
Alokito Bogura || Online Newspaper | Sazu Mia