বগুড়ার সোনাতলা প্রেসক্লাব ভবন নির্মাণে আর্থিক অনুদানের টিআর প্রকল্পের ১লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে। ১৯ মে বৃহস্পতিবার ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সংগঠনে টিআর প্রকল্প হতে চেক বিতরণ করা হয়।
সোনাতলা প্রেসক্লাব ভবন নির্মাণে প্রেসক্লাবের সভাপতি নিপুন আনোয়ার কাজলের হাতে ১লক্ষ টাকার চেক প্রদান করেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান।
চেক বিতরণ কালে উপস্থিত ছিলেন, মধুপুর ইউনিয়ন ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, দিগদাইড় ইউপি সাবেক চেয়ারম্যান আলী তৈয়ব শামীম, জোড়গাছা ইউপি সাবেক চেয়ারম্যান রোস্তম মন্ডল ও সাংস্কৃতিক কর্মী রিজু।
উল্লেখ্য্য; এর আগে প্রেসক্লাব ভবন নির্মাণের জন্য টিআর বরাদ্দ থেকে ২লক্ষ ৫০হাজার টাকা প্রদান করেছেন এমপি সাহাদারা মান্নান।
মোট ৩লক্ষ ৫০হাজার টাকা প্রেসক্লাব ভবন নির্মানে আর্থিক অনুদান প্রদান করায় প্রেসক্লাবের পক্ষ থেকে এমপি সাহারা মান্নান এর প্রতি কৃজ্ঞতা প্রকাশ করছেন।
Posted ৮:০৩ অপরাহ্ণ | শুক্রবার, ২০ মে ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD