সোনাতলা পৌর মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নুর মুক্তির দাবীতে মানববন্ধন পালন করেছে পৌরবাসী। ছবি- আলোকিত বগুড়া।
বগুড়ার সোনাতলায় নবনির্বাচিত পৌর মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নুর নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত। আজ ১৩ নভেম্বর শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পৌর এলাকার গাজীপ্লাজা মোড়ে পৌরবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
পৌরবাসীর সাথে একাত্মতা পোষণ করে মানববন্ধনে আরও অংশগ্রহন করেন, সোনাতলা বণিক সমিতি, সোনাতলা কেন্দ্রীয় দোকান মালিক সমিতি, জাহাঙ্গীর আলম গুড ম্যর্নিং স্কুল, মিলেনিয়াম পাবলীগ স্কুল ও জাহাঙ্গীর আলম স্কুল এন্ড কলেজ।
মানববন্ধনে মেয়র নান্নুসহ তার পরিবারের সদস্য ও শুভকাঙ্খিতদের উপর মিথ্যা মামলা প্রত্যাহার করে মেয়রের নিঃশর্ত মুক্তির দাবি ও জানিয়ে বক্তব্য রাখেন, সোনাতলা বণিক সমিতির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম আকন্দ, সোনাতলা কেন্দ্রীয় দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আছালতজ্জামান পলাশ, নব নির্বাচিত সংরক্ষিত মহিলা কাউন্সিলর কুলসুম বেগম প্রমুখ।
এ সময় বক্তারা মেয়রের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান। এ সময় মানবন্ধনে অনেক নারী-পুরুষ অংশ নেন। তবে নারীদের অংশগ্রহন ছিল চোখে পড়ার মতে।
Posted ৮:৩০ অপরাহ্ণ | শনিবার, ১৩ নভেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD