শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বগুড়ার সোনাতলা পৌরসভা নির্বাচন। আজ মঙ্গলবার ২ নভেম্বর সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। সকাল থেকেই ভোটকেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে পুরুষদের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশি।
প্রথমবারের মতো সোনাতলা পৌরসভার সব কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ করা হয়। কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়।
নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলহাজ্ব জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু নারিকেল গাছ প্রতীক নিয়ে বিপুল ভোটে পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন।
সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মাহবুব আলম শাহ্ জানান, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলহাজ্ব জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু ৭ হাজার ৯৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ালীগের শাহিদুল বারী খান রব্বানী নৌকা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ২২১ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী একেএম শাকিল রেজা বাবলা পেয়েছেন ১ হাজার ২৮৬ ভোট।
পৌরসভায় মোট ভোটার ১৯ হাজার ৫২৩ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১৪ হাজার ৫২৭ জন।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসাবে ১,২,৩ নং ওয়ার্ডে উম্মে কুলসুম, ৪,৫,৬ নং ওয়ার্ডে কোহিনুর বেগম ও ৭,৮,৯ নং ওয়ার্ডে সাবিনা ইয়াছমিন নির্বাচিত হয়েছেন। সাধারন কাউন্সিলর হিসাবে বিজয়ী হয়েছেন ১নং ওয়ার্ডে নিপুন আনোয়ার কাজল, ২নং ওয়ার্ডে তরিকুল ইসলাম, ৩নং ওয়ার্ডে মো. রেজাউল ইসলাম, ৪নং ওয়ার্ডে হারুন অর রশিদ, ৫নং ওয়ার্ডে বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, ৬নং ওয়ার্ডে আবু বক্কর সিদ্দিক খান রবিউল, ৭নং ওয়ার্ডে মশিউর রহমান রানা, ৮নং ওয়ার্ডে জামাল তালুকদার ও ৯নং ওয়ার্ডে জাফর ইকবাল চপল।
Posted ৯:০৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ নভেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD