আসন্ন ২ নভেম্বর বগুড়ার সোনাতলা পৌরসভা নির্বাচনে ৫৪ জন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করেছেন ও পুরুষ কাউন্সিলর পদে জমা দিয়েছেন দুই জন প্রার্থী। মনোনয়ন ফরম উত্তোলনকারীদের মধ্যে মেয়র পদে ২ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১জন ও পুরুষ কাউন্সিলর পদে ৪১ জন প্রার্থী। যে দুইজন পুরুষ কাউন্সিলর মনোনয়ন ফরম জমা দিয়েছেন, তারা হলেন ৭নং ওয়ার্ডের তাজরুল ইসলাম (তাজুল) ও ৩ নং ওয়ার্ডের একেএম বিদারুল ইসলাম (সজল)।
আজ ০৭ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত এ তথ্য নিশ্চিত করেন বগুড়া জেলা নির্বাচন অফিসের শাঁর্টলিপিকার এসএম মেহেদী হাসান। দুপুর ১২টায় ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তাজরুল ইসলাম তাজুল তার সমর্থদের নিয়ে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার আশরাফুল ইসলামের নিকট মনোনয়ন ফরম জমা দেন। এ সময় তার সঙ্গে ছিলেন, আব্দুল খালেক সরকার, আতোয়ার রহমান মন্ডল, জাফর বিন সাজ্জাদ মৃদুল, মোশাররফ হোসেন সপেন, জিল্লুর রহমান শেখসহ অনেকে।
Posted ৯:৪৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ অক্টোবর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD