আসন্ন ২ নভেম্বর বগুড়ার সোনাতলা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নৌকার প্রার্থী বাছাইয়ের লক্ষে সোনাতলা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজে পৌর আওয়ামী লীগের আয়োজনে ১ অক্টোবর শুক্রবার সকালে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে নাম অন্তর্ভূক্তির জন্য তিনজন প্রার্থী বাছাই করেছে পৌর আওয়ামী লীগ। প্রার্থীরা হলো শাহিদুল বারী খান রব্বানী, অধ্যক্ষ আব্দুল মালেক ও শাহজাহান আলী খন্দকার।
পৌর আওয়ামী লীগের সদস্য ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু মোঃ জিয়াউল করিম শ্যাম্পোর সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান।
আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.মিনহাদুজ্জামান লীটন,প্রয়াত এমপি আব্দুল মান্নান ও বর্তমান এমপি’র একমাত্র পুত্র বিশিষ্ঠ শিক্ষাবিদ সাখাওয়াত হোসেন সজল, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক,উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি শাহিদুল বারী খান রব্বানী,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক সদর ইউনিয়নের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মাহবুবুল আলম বুলু,পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহজাহান আলী খন্দকার ও পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান মিষ্টার।
সভায় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল,সাংগাঠনিক সম্পাদক সালাউদ্দিন মানু, প্রচার সম্পাদক খলিলুর রহমান, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড,সকল ইউপি চেয়ারম্যান, সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাক,সকল উপজেলা আওয়ামী সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারন সম্পাদকসহ পৌর আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরা।
Posted ৬:৫৪ অপরাহ্ণ | শুক্রবার, ০১ অক্টোবর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD