বগুড়ার সোনাতলায় পবিত্র রমজান মাস উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনায় উপজেলার নিম্ন আয়ের পরিবারের মাঝে ভর্তূকি মূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিক্রির উদ্বোধন করা হয়েছে । এ উপলক্ষে ২০ মার্চ রবিবার সকালে উপজেলা শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম মাঠে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন টিসিবির পন্য বিক্রির উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, সোনাতলা প্রেসক্লাবের সভাপতি ও কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, টিসিবির পন্যবিক্রির ট্যাগ অফিসার উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুদ পারভেজ, পৌরসভা প্রকৌশলী আমিনুল ইসলাম, ৩নং ওয়ার্ড কাউন্সিলর ইজাজ নবী রেজাউল, সাংবাদিক ইকবাল কবির লেমন, উপজেলা যুবলীগের সভাপতি ফিদাহাসান খান টিটো, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শাওনেওয়াজ তালুকদার বাবু, সামাজিক সংগঠন টিজিএসএস’র চেয়ারম্যান সাইফুল ইসলাম, মেসার্স সৌরভ টেডার্স এর স্বত্ত্বাধীকারী ঈশ্বর চন্দ্র জৈন।
উদ্বোধন পূর্ব উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন জানান, পবিত্র রমজান মাস উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারাদেশে প্রায় এক কোটি নিম্ন আয়ের (প্রতি পরিবারকে ২ বার) ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে টিসিবি কর্তৃক ভ্রাম্যমাণ ট্রাকে বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। টিসিবি বিক্রয়ের প্রথম দিনে পৌরসভায় দুটি স্থানে যা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠ ও বিশুরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মোট ১হাজার ৩শ পরিবার টিসিবির পণ্য ক্রয় করতে পারবে। পর্যায়ক্রমে পৌরসভায় ৬টি ভেন্যূতে মোট ৪১০১ টি পরিবার এপণ্য ক্রয় করতে পারবে। ৪৬০টাকার প্যাকেজের টিসিবির পণ্য হিসাবে ২কেজি সয়াবিন তেল, ২কেজি চিনি ও দুই কেজি মসুর ডাল ক্রয় করতে পারবে।
Posted ৯:৫৬ অপরাহ্ণ | রবিবার, ২০ মার্চ ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD