বগুড়ার সোনাতলায় এসএসসি পরীক্ষা চলাকালে ফেসবুক ম্যাসেঞ্জারে প্রশ্নপত্র ছড়িয়ে দেওয়ায় এক যুবককে হাতেনাতে আটক করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মেজিষ্ট্রেট সাইদা পারভিন। এছাড়া এর সাথে জরিত ২ পরীক্ষার্থীকে বহিষ্কার করেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
সারা দেশের ন্যায় আজ মঙ্গলবার বগুড়ার সোনাতলা উপজেলায় চলছে এসএসসি ও সমমানের দ্বিতীয় দিনের বাংলা দ্বিতীয় পরীক্ষা। পরীক্ষা শুরু হওয়ার পর সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মেজিষ্ট্রেট সাইদা পারভীন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কুরশিয়া আকতার পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান। এসময় কেন্দ্রের সামনে ফেসবুক ম্যাসেঞ্জার ‘এস এস সি ব্যাচ -২০২৩’ নামে গ্রুপের মাধ্যমে প্রশ্নপত্র ছড়িয়ে দেওয়ার বিষয়টি তার নজরে আসে। এ সময় তিনি হৃদয় আহম্মেদ নামের এক যুবককে আটক করে এসময় সেন্ডিগেটের শতাধিক ছেলারা পালিয়ে যযায়। পরে মোবাইল ফোন সার্চ করে প্রশ্নপত্র ছড়ানোর বিষয়টি নিশ্চত হয়ে তাকে পুলিশে দেন। আটককৃত যুবক সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের ছায়েদ মন্ডলের ছেলে। এদিকে ফেসবুক মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে ছড়ানোর প্রমান পাওয়ায় ২জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন, আব্দুল মান্নান বালিকা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী আরফিনা জাহান ও ভিখনেরপাড়া উচ্চ বিদ্যালের পরীক্ষার্থী কুমারী শ্রাবন্তী রানী।
সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মেজিষ্ট্রেট বিষয়টি নিশ্চিত করেছেন।
অপর দিকে সরকারী সোনাতলা মডেল স্কুল ও কলেজে প্রাচী ঝাঁপিয়ে নকল সরবরাহ করার অপরাধে এক যুবককে সোনাতলা থানা পুলিশ আটক করে। আটকৃত যুবক গোবিন্দগঞ্জের উপজেলার শালমারা ইউনিয়নের হিয়াতপুর গ্রামের জাহিদুল ইসলামের ছেলে নুর আলম।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ সৈকত হাসান জানান আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।
Posted ১০:২০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ মে ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD