শিক্ষার মান উন্নয়ন, বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি ও শিক্ষার্থীদের পাঠের অগ্রগতির জন্য অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বগুড়ার সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ৩১ আগস্ট (বৃহস্পতিবার) সকালে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া-১ আসনের সাংসদ সাহাদারা মান্নান।
তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের মেয়েদেরকে নিয়মিত স্কুলে পাঠাবেন এবং সব সময় খেয়াল রাখবেন আপনার মেয়েটি কখন স্কুলে আসে, কখন বাড়িতে পৌঁছে, কার সাথে মিসছে এবং বাড়ি থেকে বের হয়ে স্কুলে আসছে কিনা, পড়াশোনার অগ্রগতি কেমন এর জন্য স্কুলে এসে খোঁজখবর নিবেন। কেননা আপনাদের সন্তানরাই আগামী দিনের দেশ ও জাতি গঠনের কারিগর। এছাড়াও প্রধান অতিথি শিক্ষকদেরকে নিয়মিত পাঠদানের জন্য আহবান জানান।
সমাবেশে এমপি পুত্র বিশিষ্ট শিক্ষাবিদ সাখাওয়াত হোসেন সজলের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আবু সাঈদ মোঃ মনোয়ারুল ইসলাম।
সহকারী শিক্ষক (গণিত) মো. শাহজালাল উদ্দিন এর সঞ্চালনায় আরও বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ নজমুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার সেতারা রওশন জাহান, প্রধান শিক্ষক আবূ সাঈদ, মো.মনোয়ারুল ইসলাম, পৌর কাউন্সিল হারুন অর রশিদ, সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল হাই ও দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সিনথিয়া শারমিন প্রমুখ।
এ সময় ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্য, শিক্ষকমন্ডলী ও অভিভাবক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Posted ৯:৩১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD