বগুড়ার সোনাতলায় জমি দখলকে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৭ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলা জোড়গাছা ইউনিয়নের নওদাবগা গ্রামে। আহতদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছে নওদাবগা গ্রামের আফছার মোল্লার ছেলে মতিয়ার রহমান(৫৭), মজিবর রহমান মজনু(৫০) ও মজনু’র স্ত্রী চায়না বেগম(৪৫),ওসমানের ছেলে এনামুল(২৮) ও শাহজাহান আলী।
বাড়িতে প্রাথমিক চিকিৎসা নিয়েছে মতিয়ার রহমানের স্ত্রী মুনজিলা বেগম ও ছেলে আব্দুল খালেক। আহতদের মধ্যে মতিয়ার রহমানের অবস্থা আশঙ্খাজনক হওয়ায় তাকে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠিয়েছে কর্তব্যরত ডাক্তার। এ ব্যাপারে উভয় পক্ষই থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছিল বলে জানা গেছে।
Posted ১০:০৪ অপরাহ্ণ | শুক্রবার, ৩০ জুলাই ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD