পুলিশ সুপারের বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে বগুড়া জেলার সোনাতলা থানা পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম।
আজ সোমবার ১৫ মে সকালে পুলিশ সুপার থানায় পৌঁছানোর পর তাকে ফুলেল শুভেচ্ছা জানান সোনাতলা থানার অফিসার ইনচার্জ সৈকত হাসান। এরপর থানা পুলিশের চৌকস দল পুলিশ সুপার-কে “গার্ড অব অনার” প্রদান করে। পরে তিনি থানা প্রাঙ্গণে সবকিছু ঘুরে দেখেন। থানার অফিস, অফিসার ও ফোর্সদের থাকার ব্যারাক, মেস-ডাইনিং, পরিস্কার-পরিচ্ছন্নতা দেখে উক্ত বিষয়ে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।
এছাড়াও থানায় রুজুকৃত মামলা ও আইন-শৃঙ্খলা বিষয়ে খোঁজ-খবর নেন এবং অফিসার ও ফোর্সদের সাথে মতবিনিময় করেন, পুলিশ কর্মরত তাদের সুযোগ-সুবিধার কথা শুনেন। পুলিশি সেবা জনগনের দোড়গোরায় পৌঁছানোর যেন কোন হয়রানি না হয় প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এসময় তার সঙ্গে ছিলেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানুবিশ) শ্যামলী।
Posted ৭:৪৭ অপরাহ্ণ | সোমবার, ১৫ মে ২০২৩
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD