বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের ছোটবালুয়া গ্রামে একই বংশের আটটি পরিবারে জন্মগতভাবে ১৯জন দৃষ্টি প্রতিবন্ধি। আর এ প্রতিবন্ধি অসহায় পরিবারের মানুষগুলোর জীবন-যাপন অত্যন্ত কষ্টকর। মাথা গোজার ঠাঁই হিসেবে সামান্য বাড়ীর ভিটা ছাড়া তাদের আর কোন সম্পদ নেই। দৈনিক স্থানীয়,জাতীয় পত্রিকা ও ইলেকট্রনিক্স মিডিয়া এ অন্ধ পরিবারগুলোর মানুষের মানবেতর জীবন-যাপনের একটি প্রতিবেদন প্রকাশ হলে সেটি বাংলাদেশ পুলিশ নারী কল্যান সমিতির (পুনাক) দৃষ্টিগোচর হয়।
এরপর পুনাক ওই দৃষ্টিপ্রতিবন্ধি পরিবারের সদস্যদের পাশে মানবিক সহযোগিতা হিসেবে খাদ্য,বস্ত্র ও নগদ অর্থ নিয়ে আনুষ্ঠানিকভাবে পাশে দাঁড়িয়েছে। এ উপলক্ষে ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৩টায় ছোটবালুয়া গ্রামে পুনাক বগুড়ার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম(সেবা)। প্রধান অতিথি হিসেবে পুনাক এর কেন্দ্রীয় কমিটির সভানেত্রী জীসান মীর্জা আলোচনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আরও বক্তব্য রাখেন পুনাক রাজশাহী বিভাগীয় সভানেত্রী ডিআইজি পন্তী নুরজাহান আক্তার হিরা ও পুনাক বগুড়ার সভানেত্রী সুনন্দা রায়।
স্থানীয়ভাবে বক্তব্য দেন বালুয়া ইউপি চেয়ারম্যান প্রভাষক রুহুল আমিন ও সুবিধাভোগীদের মধ্যে দৃষ্টি প্রতিবন্ধি মোশারফ হোসেন। এ সময় বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক, আলী হায়দার চৌধুরী, আব্দুর রশিদ, সহকারী পুলিশ সুপার তানভীর হাসান(শিবগঞ্জ সার্কেল) ,সোনাতলা থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, তদন্ত ইন্সপেক্টর কামাল হোসেন,সেকেন্ড অফিসার এসআই ইয়ামিন আলী,পুলিশের অন্যান্য অফিসার সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। শেষে দৃষ্টিপ্রতিবন্ধিদের মাঝে সুদীপ কুমার চক্রবর্তী পুনাকের দেওয়া খাদ, বস্ত্র ও নদগ অর্থ বিতরণ করেন।
Posted ৭:৪৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD