বগুড়ার সোনাতলায় উপজেলা ও পৌর বিএনপি বিএদ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ৪ জুন শনিবার সকাল ১০ টায় পৌর এলাকার ঘোড়াপীরস্থ চাতালে উপজেলা বিএনপির আহসানুল হাবীবের সভাপতিত্বে এসম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শুরুর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। সকাল ১১থেকে দুপুর ১টা পর্যন্ত কাউন্সিলরদের ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন চলে।
সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও দুইজন সাংগঠনিক সম্পাদক পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে সভাপতি পদে একেএম আহসানুল তৈয়ব জাকির ৪৬২ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে জিয়াউল হক লিপন ২০৮ ভোট পেয়ে নির্বাচিত হন। এছাড়াও সাংগঠনিক পদে যথাক্রমে শফিকুল ইসলাম ৩৪৩ ও আহসান হাবীব রতন ২৮৫ পেয়ে নির্বাচিত হন। পৌর বিএনপির সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেল, সাধারণ সম্পাদক পদে শরিফুল ইসলাম খান নিপু ও সাংগঠনিক সম্পাদক পদে রাজ্জাকুল ইসলাম রাজ্জাক এবং সেলিম রেজা বাবলা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও বগুড়া পৌর মেয়র রেজাউল করিম বাদশা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড. একেএম সাইফুল ইসলাম। বিশেষ বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও জেলা বিএনপির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, কেন্দ্রীয় বিএনপির সদস্য লাভলী রহমান, জেলা বিএনপির সদস্য এম আর ইসলাম স্বাধীন, একেএম তৌহিদুল আলম মামুন, সদর থানা বিএনপির সভাপতি ও সদস্য জেলা বিএনপি মাফতুন আহমেদ খান রুবেল,জেলা বিএনপির সদস্য খায়রুল বাশার, শেখ তাহাউদ্দিন নাহিন, বগুড়া শহর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান মনি।
সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য, সোনাতলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম আহসানুল তৈয়ব জাকির, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আহসান হাবীব সাচ্চু, পৌর বিএনপির আহ্বায়ক মহিদুর রহমান সিজুল, যুগ্ম আহবায়ক রুহুল আমিন রঞ্জু প্রমূখ।
Posted ৮:২৮ অপরাহ্ণ | শনিবার, ০৪ জুন ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD