প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের অর্থায়নে বগুড়ার সোনাতলায় ৬১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। বগুড়া-১ আসনের এমপি সাহাদারা মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ল্যাপটপগুলো বিতরণ করেন।
এ উপলক্ষে বঙ্গবন্ধু মিলনায়তনে দুপুরে আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.মিনহাদুজ্জামান লীটনের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য দেন। আরও বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার রবীন্দ্র নাথ সাহা ও সহকারি শিক্ষা অফিসার রেজাউল করিম।
সহকারি শিক্ষা অফিসার এনায়েতুর রশিদ এর সঞ্চলিত অনুষ্ঠানে সুবিধাভোগী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ৫:০৭ অপরাহ্ণ | শনিবার, ১৫ এপ্রিল ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD